Skip to main content

Posts

Showing posts from July, 2021

Effective Communication

Effective Communication (ফ্রেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য)  এই বিষয়টার ব্যাখ্যা আমি পুরোপুরি নিজের মতো করে দিবো। কোন বই বা লেখার সাথে মিল নাও থাকতে পারে। আমি নিজে যেভাবে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি এটা হবে তার আয়না স্বরূপ।  আমার কাছে "কমিউনিকেশন" মানে হলো একজনের সাথে আরেকজন কিভাবে কানেক্ট হবে এর প্রক্রিয়া। এটা হতে পারে কথা বলে, লিখে, ফেস এক্সপ্রেসন (Non- Verbal) বা অন্য কোন উপায়ে। "ইফেক্টিভ কমিউনিকেশন " হলো উপরোক্ত এই প্রসেসটি যাতে স্রোতা অনেক সহজে ও তাড়াতাড়ি বুঝতে পারে ও সহজে কানেক্ট হতে পারে।  আমরা যখন একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করি (বিভিন্ন মাধ্যমে) আমাদের আইডিয়া, নলেজ ও ইনফেরমেশন একজন থেকে আরেকজনের কাছে ট্রান্সফার করি। বিষয়টা হলো আমি যত সহজে আরেকজনকে আমার বিষয়টা বুঝাতে পারবো ও তার সাথে কানেক্ট হতে পারবো তার সাথে আমার কমিউনিকেশন তত ইফেক্টিভ হবে।  টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রত্যেকটি ডিপার্টমেন্ট ও পর্যায়ে যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো "নিজে বুঝা ও আরেকজনকে সুন্দরভাবে বুঝানোর সক্ষমতা"। আমার কাছে এটাও ইফেক্টিভ কমিউনিকেশনের অংশ।  সুন্দরভাবে কথা ব...