টেক্সটাইল স্টুডেন্টরা এই অবসর সময়ে নিজেদের ডেভেলপমেন্টের খাতিরে কি কি পদক্ষেপ নিতে পারে?
এই পয়েন্টগুলে টেক্সটাইল সেক্টরে কর্মরত কয়েকজন হাই প্রফাইল মানুষের সাথে ডিসকাস করে লিখেছি। পুরো একটা গাইডলাইন পাবেন এটা পড়লে আশা করি।
১. কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করা।
২. MS Word, Excel and PowerPoint এ দক্ষতা অর্জন করা।
৩. টেক্সটাইলের বেসিক কনসেপ্ট বাসায় গুগল করে শিখা।
৪. টেক্সটাইল রিলেটেড অনলাইন ট্রেনিংগুলো করা।
৫. কর্পোরেট কমিউনিকেশন নিয়ে পড়ালেখা করা৷
৬.যারা হায়ার স্টাডি করতে যাবে তারা উক্ত দেশের ল্যাঙ্গুয়েজ জানা।
৭. বিসিএস দিলে প্রস্তুতি সেরে ফেলা।
৮. যাদের বাসা ঢাকায় তারা পারলে ইন্টার্ণশীপ করতে পারেন যে কোনো একটি ডিপার্টমেন্টের উপর।
৯. লিডারশীপ স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কাজ করতে হবে।
১০. টেক্সটাইলের শিক্ষনীয় ব্লগসাইটগুলো রেগুলার পড়ে ফেলতে হবে।
১১. IELTS এর স্কর করার জন্য পদক্ষেপ করা৷
১২. পার্সোনাল পোর্টফলিও ওয়েবসাইট রেডি করা৷
১৩. বিভিন্ন অনলাইন প্রজেক্টে কাজ করা। যেগুলো হায়ার স্টাডিতে কাজে লাগবে।
১৪. ফটোশপ ও ইলাস্ট্রেটর এর কাজ শিখে ফেলুন৷
আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন তাই তথ্য কালেক্ট করে লিখে ফেললাম। শেয়ার করবেন সকলের কল্যানার্থে।
লেখক :
Zobayer Hossain Noyon
A Textile Learner।
Comments
Post a Comment