টেক্সটাইল সেক্টর নিয়ে পজিটিভ কথা কেনো আমি বলি?
সবাই কমেন্ট করেন ভাই শুধু আপনিই টেক্সটাইল সেক্টর নিয়ে পজিটিভ কথা বলেন। আজকের দিনে আর কাউকে বলতে শুনি না। আসলে বিষয়টা ছোট করে বর্ণনা দেওয়া উচিৎ।
দেশের টেক্সটাইল সেক্টর করোনা পরিস্থিতিতে মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। এখনো ঠিক ঠাক উঠে দাড়াতে পারে নি। ঠিক এই সময়ে ফ্রেশারদের চাকরী পেতে সমস্যা হচ্ছে, অনেকে চাকরী হারাচ্ছে, অনেকের প্রমশন আটকে আছে, অনেকের চাকরী যায় যায় ভাব। এটা সত্য। তার মানে এই সেক্টর কি সারাজীবন এই অবস্থা কন্টিনিউ করবে?
আমার উত্তর হলো না। বাংলাদেশ বিশ্বের অন্যতম সুইং হাব। দেশে পোশাক তৈরির মতো যথেষ্ট অনুকূল পরিবেশ এখনো রয়েছে। এবং ভবিষ্যতেও থাকবে এটা আমি বিশ্বাস করি। ভবিষ্যতে আরো বাড়তেও তো পারে। পোশাক খাত এখন যে সময় অতিক্রম করছে এটা সর্বোচ্চ খারাপ অবস্থা আমার মতে। আবার এর মধ্যেও অনেক নতুন ইনভেস্টমেন্ট হচ্ছে। নতুন ইকোনোমিক জোন হচ্ছে। এগুলোও সম্ভাবনা। অর্ডার এখন যা আছে সেটাও একে বারে খারাপ না।
বিষয়টা হলো যদি করোনা পরিস্থিতি কাটিয়ে উঠতে পারি তাহলে আবারো টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য অনূকূল পরিবেশ তৈরি হবে এটাতে একটুও সন্দেহ নেই। আচ্ছা ধরলাম পোশাক খাত আরো ৫ বছরেও দাড়ালো না। মাসে গড়ে ২ হাজার বা ১০০০ বা ১০০ ইঞ্জিনিয়ারি নিচ্ছে। তাহলে?
আমি মানি যদি ১০০ প্রকৌশলী নেয় তাহলে আপনি কেনো ঐ ১০০ এর মধ্যে নিজেকে রাখতে পারবেন না। আপনার হাতে সময় ও সুযোগ দুটোয় আছে। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনাকে খুজে নেয়৷ মানে ৫ জন নিলেও যেন এর মধ্যে আপনার নামটা থাকে।
আমি এখনো বিশ্বাস করি দেশে যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে জব সেক্টর বিবেচনায় টপ ৫ এ থাকবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। যে সাবজেক্টের দেশে আলাদা স্ব সব সেক্টর আছে। বাংলাদেশে কয়টা সাবজেক্ট আছে যার আলাদা সেক্টর দেশে আছে?
আমার কথার উদ্দেশ্য হলো হতাশ হয়ে মন খারাপ করে সেক্টরকে গালি দিয়ে হতাশা ছড়ানো আমার কাছে ব্যর্থতা মনে হয়। আমিও যে এর বাইরে তা না।
তবে আমাদেরকে অবস্থা বুঝে সেভাবে মানসিক প্রিপারেশন নিতে হবে। যাতে ভার্সিটি করোনার জন্য আটকে গেছে আমার মতো তাদের হিসেবটা আলাদা।
আশাকরি আপনারা বুঝছেন যে কেনো আমি সবসময় পজিটিভ কথা বলি। একেকজনের দৃষ্টিভঙ্গি আলাদা। মতের মিল না থাকলে তর্ক না করে আমাকে টেক্সট করবেন। আমরা আলোচনা করবো।
Zobayer Hossain Noyon.
Trainee Merchandiser, ASK Apparel and Textiles Sourcing.
B.Sc in Textile Engineering (Final Year), Sheikh Kamal Textile Engineering College, Jhenaidah.
Comments
Post a Comment