Skip to main content

IE & Planning Department (Career Consultancy Series).

IE & Planning Department  (Career Consultancy Series). 

এই সিরিজটি হতে যাচ্ছে আমার প্রথম থেকে এখন পর্যন্ত লেখা সব থেকে দামী সিরিজ। টেক্সটাইলের প্রত্যেকটি ডিপার্টমেন্টের জব সেক্টর সম্পর্কে কনসালটেন্সি দিতে যাচ্ছি আমি। আমি প্রত্যেকটি ডিপার্টমেন্টের ভালো পজিশনে থাকা সিনিয়র ভাইদের থেকে কিছু প্রশ্নের উত্তর জেনে ওগুলো পোষ্ট করবো। তাহলে উক্ত ডিপার্টমেন্টের জব সেক্টর সম্পর্কে সবাই ভালো ধারনা নিতে পারবে৷ আজকে বিষয় IE & Planning। আসুন এই জব নিয়ে জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 

আমি ফিরোজ ভাইকে প্রশ্ন করেছি ও ভাইয়ের দেওয়া উত্তর নিম্নরূপ : 

 ▪️IE কি?  

"IE হলো একটি টেকনিক যার মাধ্যমে ফেক্টরিতে অবস্থানরত মানব সম্পদ,মেশিন, ম্যাটেরিয়ালস, ইনফ্রাস্ট্রাকচার ও সকল সুযোগ সুবিধার ব্যবহার ইনশিওর করে সর্বোচ্চ সংখ্যক আউটপুট বের করে আনা। "

 ▪️IE জব করতে কোন কোন স্কিল থাকতে হবে? 

১)Inquisitive Mind
২)Negotiation skill
৩)listening skill
৪)creative problem solving.
৫)Diplomacy 
৬)leadership skill
৭)Mechanical aptitude 
৮)Excellent communication 
৯)continue drive to improvement

 ▪️IE ডিপার্টমেন্টের ভবিষ্যৎ সম্ভাবনা আপনি কেমন দেখতেছেন? 

IE ডিপার্টমেন্ট হলো সাইন্স ডিপার্টমেন্টের মতো যেমন কেউ চাইলে সাইন্স থেকে মানবিক বিভাগ কিংবা ব্যাবসায়িক বিভাগে যাওয়া যেতে পারে ঠিক তেমনি 
IE ডিপার্টমেন্টে  কাজ করে সে প্লানিং করতে পারে ও প্রডাকশনেও যেতে পারে। 
সুতরাং ফিউচার কেমন বোঝাই যায়।

 ▪️ফ্রেশারদের কেনো IE ডিপার্টমেন্টে কেরিয়ার শুরু করার কথা বলবেন? 

তার প্রথম কারন হলো এখানে নতুন কিছু করে দেখাতে হয় প্রতিনিয়ত।। যেমন আগে মানুষ জন যে ভাবে কাজ করতো এখন কিভাবে করলে প্রডাকটিভিটি বাড়বে। শেখার জন্য অনেক ভালো হবে এই ডিপার্টমেন্ট। 

 ▪️কি কি গুন সম্পূর্ণ ফ্রেশ ইঞ্জিনিয়ার আপনি আপনার ডিপার্টমেন্টের জন্য চান? 

১) মেধাবী এবং স্মার্ট। 
২) ইংরেজী ভাল বলে এবং বুঝতে পারে। 
৩) পুরাতন ভেঙ্গে নতুন কিছু করার প্রচেষ্টা যার মাঝে আছে। 
৪)ভাল কম্পিউটার জানা থাকতে হবে। 
৫)যার মাঝে কঠোর পরিশ্রম করার প্রবনতা আছে। 
৬) ইগোহীন হতে হবে।

সন্মানিত কনসালটেন্ট : 
Feroj Udaba 
Assistant Manager. 
IE & Planning Department. 
HAMS Group. 

লেখক : 
Zobayer Hossain Noyon. 

লেখাটি পড়ার পর অবশ্যই শেয়ার করবেন। এবং পরবর্তীতে কোন বিষয়ে লেখা চান এটাও কমেন্ট করবেন।

Comments

Popular posts from this blog

সরকারি ৬ টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে বিস্তারিত তথ্য :

বাংলাদেশের টেক্সটাইল খাতকে একধাপ এগিয়ে নিতে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত করেছে ৬ টি পাবলিক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। GPA এর ব্যাড়াজালে আটকে পড়ে যারা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রদান করে। মোট ৭২০ আসনের বিপরীতে ও প্রতি কলেজে ৪ টি বিভাগে একই সাথে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আবেদনের যোগ্যতা : Hsc ( পদার্থ+রসায়ন+ম্যাথ+ ইংরেজি)=১৫ বিভাগ গুলো হলো: 1. Wet Process Engineering (WPE). 2.Fabric Engineering (FE). 3.Apparel Engineering (AE). 4.Yarn Manufacturing Engineering (YME). ইঞ্জিনিয়ারিং কলেজ ও আসন সংখ্যা: 1.Pabna Textile Engineering College(PTEC)- 120 seat. 2.Chittagong Textile Engineering College(CTEC)-120 seat. 3.Textile Engineering College Noakhali(TECN)-120 seat 4.Shohid Abdur Rob Sherniyabat Textile Engineering College, barisal(SAR...

টেক্সটাইল জবের ভাইবা ও বিভিন্ন কোম্পানির টেক্সটাইল জবের প্রশ্ন নিয়ে সাজানো নিচের ব্লগগুলো

টেক্সটাইল জবের ভাইবা ও বিভিন্ন কোম্পানির টেক্সটাইল জবের প্রশ্ন নিয়ে সাজানো নিচের ব্লগগুলো। আমি মনে করতেছি এগুলা সবার একবার হলেও পড়ে রাখা ভালো। এগুলা জবের প্রশ্ন সম্পর্কে আপনাকে অভিজ্ঞতা দিবে। Textile LAB  Blog থেকে নেওয়া এই আর্টিকেলগুলো একেবারে ইউনিক ও উপকারী৷ রেখে দিন এগুলো।  ▪Written questions for MTO washing R&D | ওয়াসিং মেনেজমেন্ট ট্রেইনি অফিসার : https://textilelab.blogspot.com/2019/11/written-questions-for-mto-washing-r.html?m=1 ▪Ha-Meem গ্রুপের Merchandising MTO পদের প্রশ্নের স্যাম্পল: https://textilelab.blogspot.com/2019/11/ha-meem-merchandising-mto.html?m=1 ▪Interview questions for MTO of IE | IE এর MTO পদের ইন্টার্ভিউ: https://textilelab.blogspot.com/2019/12/interview-questions-for-mto-of.html?m=1 ▪LIDA Textile এর MTO পদের রিটেন প্রশ্নের স্যাম্পল | Textile Viba: https://textilelab.blogspot.com/2019/11/lida-textile-mto.html?m=1 ▪Liz Fashion এর MTO ইন্টার্ভিউতে আসা প্রশ্নের স্যাম্পল : https://textilelab.blogspot.com/2019/11/liz-fashion-mto.html?m=1 ▪LIDA Textile এর MTO পদের...

ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং :

Diploma in Textile Engineering and Jute Technology :🎓🎓🎓 অনেকের ইচ্ছা থাকে  SSC পাশ করার পর ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও জুট টেকনোলোজি তে পড়ার পোষ্টটি মুলত তাদের জন্য। সরকারীভাবে বস্ত্র অধিদপ্তর পরিচালিত ৭ টি টেক্সটাইল ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও জুট টেকনোলোজি পড়ানো হয়।  সরকারী ইনস্টিটিউট ও আসন সংখ্যা : ১.টেক্সটাইল ইনস্টিটিউট,টাঙ্গাইল। *টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং -১০০টি *জুট টেকনোলজি -১০০টি। ২.টেক্সটাইল ইনস্টিটিউট,দিনাজপুর। *টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং : ১ম সিফট-১০০টি। ২য় সিফট-১০০টি। মোট:২০০ ৩.টেক্সটাইল ইনস্টিটিউট,নাটোর। *টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং -১২০টি। ৪.টেক্সটাইল ইনস্টিটিউট,রংপুর। *টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং -১২০টি। ৫.টেক্সটাইল ইনস্টিটিউট,চট্টগ্রাম। *টেক্সটাইল  ইঞ্জিনিয়ারিং -১২০টি। ৬.টেক্সটাইল ইনস্টিটিউট,খুলনা। *টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং -১২০টি। ৭.শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউট,বরিশাল। *টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং -১২০টি                                     ...