IE & Planning Department (Career Consultancy Series).
এই সিরিজটি হতে যাচ্ছে আমার প্রথম থেকে এখন পর্যন্ত লেখা সব থেকে দামী সিরিজ। টেক্সটাইলের প্রত্যেকটি ডিপার্টমেন্টের জব সেক্টর সম্পর্কে কনসালটেন্সি দিতে যাচ্ছি আমি। আমি প্রত্যেকটি ডিপার্টমেন্টের ভালো পজিশনে থাকা সিনিয়র ভাইদের থেকে কিছু প্রশ্নের উত্তর জেনে ওগুলো পোষ্ট করবো। তাহলে উক্ত ডিপার্টমেন্টের জব সেক্টর সম্পর্কে সবাই ভালো ধারনা নিতে পারবে৷ আজকে বিষয় IE & Planning। আসুন এই জব নিয়ে জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
আমি ফিরোজ ভাইকে প্রশ্ন করেছি ও ভাইয়ের দেওয়া উত্তর নিম্নরূপ :
▪️IE কি?
"IE হলো একটি টেকনিক যার মাধ্যমে ফেক্টরিতে অবস্থানরত মানব সম্পদ,মেশিন, ম্যাটেরিয়ালস, ইনফ্রাস্ট্রাকচার ও সকল সুযোগ সুবিধার ব্যবহার ইনশিওর করে সর্বোচ্চ সংখ্যক আউটপুট বের করে আনা। "
▪️IE জব করতে কোন কোন স্কিল থাকতে হবে?
১)Inquisitive Mind
২)Negotiation skill
৩)listening skill
৪)creative problem solving.
৫)Diplomacy
৬)leadership skill
৭)Mechanical aptitude
৮)Excellent communication
৯)continue drive to improvement
▪️IE ডিপার্টমেন্টের ভবিষ্যৎ সম্ভাবনা আপনি কেমন দেখতেছেন?
IE ডিপার্টমেন্ট হলো সাইন্স ডিপার্টমেন্টের মতো যেমন কেউ চাইলে সাইন্স থেকে মানবিক বিভাগ কিংবা ব্যাবসায়িক বিভাগে যাওয়া যেতে পারে ঠিক তেমনি
IE ডিপার্টমেন্টে কাজ করে সে প্লানিং করতে পারে ও প্রডাকশনেও যেতে পারে।
সুতরাং ফিউচার কেমন বোঝাই যায়।
▪️ফ্রেশারদের কেনো IE ডিপার্টমেন্টে কেরিয়ার শুরু করার কথা বলবেন?
তার প্রথম কারন হলো এখানে নতুন কিছু করে দেখাতে হয় প্রতিনিয়ত।। যেমন আগে মানুষ জন যে ভাবে কাজ করতো এখন কিভাবে করলে প্রডাকটিভিটি বাড়বে। শেখার জন্য অনেক ভালো হবে এই ডিপার্টমেন্ট।
▪️কি কি গুন সম্পূর্ণ ফ্রেশ ইঞ্জিনিয়ার আপনি আপনার ডিপার্টমেন্টের জন্য চান?
১) মেধাবী এবং স্মার্ট।
২) ইংরেজী ভাল বলে এবং বুঝতে পারে।
৩) পুরাতন ভেঙ্গে নতুন কিছু করার প্রচেষ্টা যার মাঝে আছে।
৪)ভাল কম্পিউটার জানা থাকতে হবে।
৫)যার মাঝে কঠোর পরিশ্রম করার প্রবনতা আছে।
৬) ইগোহীন হতে হবে।
সন্মানিত কনসালটেন্ট :
Feroj Udaba
Assistant Manager.
IE & Planning Department.
HAMS Group.
লেখক :
Zobayer Hossain Noyon.
লেখাটি পড়ার পর অবশ্যই শেয়ার করবেন। এবং পরবর্তীতে কোন বিষয়ে লেখা চান এটাও কমেন্ট করবেন।
Comments
Post a Comment