Career Consultancy Series (QC Department).
এই সিরিজের লেখাগুলো বইয়ের সাথে নাও মিলতে পারে৷ লেখাগুলো পুরোপুরি বাস্তব অভিজ্ঞতার আলোকে লেখা৷ সিরিজটি জনপ্রিয়তা পাচ্ছে এটাতেই খুশি আমি। সিরিজটি পুরো বাংলাদেশের কাছে পৌছানোর দায়িত্ব আপনাদের। আশা করি এই সিরিজের প্রত্যেকটি লেখা পড়ার পর স্টুডেন্টরা নিজেই সিলেক্ট করতে পারবে তার কোন ডিপার্টমেন্টে জব করা উচিত । আজকের বিষয় Quality Control আসুন এই ডিপার্টমেন্টের জব নিয়ে জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
আমি রাসেল ভাইকে প্রশ্ন করেছি ও ভাইয়ের দেওয়া উত্তর নিম্নরূপ :
▪️ QC কি?
প্রাথমিক পর্যায়ে গার্মেন্টস Quality Control ছিলো এর পরে অনেক মডার্ণ পদ্ধতি আসছে। QC থেকে QA এবং QMS সহ অনেক ফাংশন এসেছে। একটা ফেক্টরী এর পুরো কোয়ালিটি সিস্টেম, ম্যানেজমেন্ট কোয়ালিটি সিস্টেম, প্রডাক্টের কোয়ালিটি সব কিছু মিলেই কোয়ালিটি ডিপার্টমেন্টের আন্ডারে। একটা ফ্যাক্টরী এর কোয়ালিটি ডিপার্টমেন্ট যত স্ট্রং হয় ঐ ফ্যাক্টরী তত সুন্দর ভাবে চলে।
"QC বা quality Control হলো প্রডাক্টের গুনগত মান যাচাই বাছাই ও নির্ণয় করা এসব হলো QC এর কাজ। "
▪️কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করতে গেলে কোন স্কিলগুলো দরকার ?
১। হার্ডওয়ার্কিং।
২। ডিশিসন মেকিং ক্ষমতা থাকতে হবে।
৩। সিচুয়েশন কনট্রোল ক্যাপাসিটি।
৪। ম্যানপাওয়ার মোটিভেশান জানতে হবে।
৫। এনালাইজিং পাওয়ার থাকতে হবে।
৬। ডাটা এনালাইসিস ক্ষমতা থাকতে হবে।
৭। ইন্সন্টান্ড একশন নেওয়ার ক্ষমতা থাকতে হবে।
৮। ইংলিশে ভালো হতে হবে।
৯। লিডারশীপ, টিম বিল্ডিং ও টিম ম্যানেজমেন্ট ক্ষমতা থাকতে হবে।
▪️QC এর ভবিষ্যত সম্ভাবনা কতটুকু?
গার্মেন্টসের মধ্যে কোয়ালিটি এমন একটি ডিপার্টমেন্ট যেখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পাশাপাশি শিক্ষিত লোকের অভাব রয়েছে। মেন্টাল ও ফিজিক্যাল লোড নিতে পারে এমন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের জন্য QC ডিপার্টমেন্ট অনেক ভালো হতে পারে। সাধারন মানুষের তুলনায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার QC ডিপার্টমেন্টে খুব তাড়াতাড়ি ভালো করতে পারবে। এবং কেরিয়ার উর্ধগামী হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য QC তে কেরিয়ার অনেক ভালো।
▪️ফ্রেশারদের কেনো QC ডিপার্টমেন্টে কেরিয়ার শুরু করার কথা কেনো বলবেন?
ফ্রেশারদের জানার আগ্রহ ও কাজ করার স্পিড দ্রুত তাদেরকে কোয়ালিটি ডিপার্টমেন্ট সম্পর্কে অভিজ্ঞ করে তুলতে পারে৷ শিক্ষিত ও দক্ষ লোকের ঘাটতি থাকায় খুব দ্রুত এই ডিপার্টমেন্টে মেনেজার পদে পদন্নোতি পাওয়ার সম্ভাবনা থাকে। আমি নিজের কথা যদি বলি মাত্র ৭ বছরে আমি AGM হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। এছাড়াও যদি কোনো ফ্রেশার সমস্ত ইগো বিসর্জন দিয়ে এবং মেন্টাল ও শারীরিক পরিশ্রমকে সহ্য করে এই ডিপার্টমেন্টে আসতে চায় তাহলে তাকে অভিনন্দন। এই ডিপার্টমেন্টে তোমার ব্রাইট ফিউচার আছে। কিন্তু নিচু স্তরের মানুষের সাথে কাজ করে উপরে উঠতে হবে৷ এতে কোনো ইগো থাকা যাবে না। কোয়ালিটি ডিপার্টমেন্টে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য সুন্দর ভবিষ্যত আছে।
সন্মানিত কনসালটেন্ট :
Rasel Kaium.
Assistant General Manager (AGM) QA,
A Reputed Knit Composite Industry.
লেখক :
Zobayer Hossain Noyon.
লেখাটি পড়ার পর অবশ্যই শেয়ার করবেন। এবং পরবর্তীতে কোন বিষয়ে লেখা চান এটাও কমেন্ট করবেন।
Comments
Post a Comment