Skip to main content

Career Consultancy Series (QC Department).

Career Consultancy Series (QC Department). 

এই সিরিজের লেখাগুলো বইয়ের সাথে নাও মিলতে পারে৷ লেখাগুলো পুরোপুরি বাস্তব অভিজ্ঞতার আলোকে লেখা৷ সিরিজটি জনপ্রিয়তা পাচ্ছে এটাতেই খুশি আমি। সিরিজটি পুরো বাংলাদেশের কাছে পৌছানোর দায়িত্ব আপনাদের। আশা করি এই সিরিজের প্রত্যেকটি লেখা পড়ার পর স্টুডেন্টরা নিজেই সিলেক্ট করতে পারবে তার কোন ডিপার্টমেন্টে জব করা উচিত । আজকের বিষয় Quality Control আসুন এই ডিপার্টমেন্টের জব নিয়ে জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 

আমি রাসেল ভাইকে প্রশ্ন করেছি ও ভাইয়ের দেওয়া উত্তর নিম্নরূপ :

▪️ QC কি? 

প্রাথমিক পর্যায়ে গার্মেন্টস Quality Control ছিলো এর পরে অনেক মডার্ণ পদ্ধতি আসছে। QC থেকে QA এবং QMS সহ অনেক ফাংশন এসেছে। একটা ফেক্টরী এর পুরো কোয়ালিটি সিস্টেম, ম্যানেজমেন্ট কোয়ালিটি সিস্টেম, প্রডাক্টের কোয়ালিটি সব কিছু মিলেই কোয়ালিটি ডিপার্টমেন্টের আন্ডারে। একটা ফ্যাক্টরী এর কোয়ালিটি ডিপার্টমেন্ট যত স্ট্রং হয় ঐ ফ্যাক্টরী তত সুন্দর ভাবে চলে। 

"QC বা quality Control হলো প্রডাক্টের গুনগত মান যাচাই বাছাই ও নির্ণয় করা এসব হলো QC এর কাজ। "

▪️কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করতে গেলে কোন স্কিলগুলো দরকার ? 

১। হার্ডওয়ার্কিং।
২। ডিশিসন মেকিং ক্ষমতা থাকতে হবে।
৩। সিচুয়েশন কনট্রোল ক্যাপাসিটি। 
৪। ম্যানপাওয়ার মোটিভেশান জানতে হবে। 
৫। এনালাইজিং পাওয়ার থাকতে হবে। 
৬। ডাটা এনালাইসিস ক্ষমতা থাকতে হবে। 
৭। ইন্সন্টান্ড একশন নেওয়ার ক্ষমতা থাকতে হবে। 
৮। ইংলিশে ভালো হতে হবে। 
৯। লিডারশীপ, টিম বিল্ডিং ও টিম ম্যানেজমেন্ট ক্ষমতা থাকতে হবে। 

 ▪️QC এর ভবিষ্যত সম্ভাবনা কতটুকু? 

গার্মেন্টসের মধ্যে কোয়ালিটি এমন একটি ডিপার্টমেন্ট যেখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পাশাপাশি শিক্ষিত লোকের অভাব রয়েছে। মেন্টাল ও ফিজিক্যাল লোড নিতে পারে এমন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের জন্য QC ডিপার্টমেন্ট অনেক ভালো হতে পারে। সাধারন মানুষের তুলনায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার QC ডিপার্টমেন্টে খুব তাড়াতাড়ি ভালো করতে পারবে। এবং কেরিয়ার উর্ধগামী হওয়ার সম্ভাবনা বেশি।  সুতরাং টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য QC তে কেরিয়ার অনেক ভালো। 

 ▪️ফ্রেশারদের কেনো QC ডিপার্টমেন্টে কেরিয়ার শুরু করার কথা কেনো বলবেন? 

ফ্রেশারদের জানার আগ্রহ ও কাজ করার স্পিড দ্রুত তাদেরকে কোয়ালিটি ডিপার্টমেন্ট সম্পর্কে অভিজ্ঞ করে তুলতে পারে৷ শিক্ষিত ও দক্ষ লোকের ঘাটতি থাকায় খুব দ্রুত এই ডিপার্টমেন্টে মেনেজার পদে পদন্নোতি পাওয়ার সম্ভাবনা থাকে। আমি নিজের কথা যদি বলি মাত্র ৭ বছরে আমি AGM হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। এছাড়াও যদি কোনো ফ্রেশার সমস্ত ইগো বিসর্জন দিয়ে এবং মেন্টাল ও শারীরিক পরিশ্রমকে সহ্য করে এই ডিপার্টমেন্টে আসতে চায় তাহলে তাকে অভিনন্দন। এই ডিপার্টমেন্টে তোমার ব্রাইট ফিউচার আছে। কিন্তু নিচু স্তরের মানুষের সাথে কাজ করে উপরে উঠতে হবে৷ এতে কোনো ইগো থাকা যাবে না। কোয়ালিটি ডিপার্টমেন্টে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য সুন্দর ভবিষ্যত আছে। 

সন্মানিত কনসালটেন্ট : 
Rasel Kaium. 
Assistant General Manager (AGM) QA,
A Reputed Knit Composite Industry. 

লেখক : 
Zobayer Hossain Noyon. 

লেখাটি পড়ার পর অবশ্যই শেয়ার করবেন। এবং পরবর্তীতে কোন বিষয়ে লেখা চান এটাও কমেন্ট করবেন।

Comments

Popular posts from this blog

সরকারি ৬ টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে বিস্তারিত তথ্য :

বাংলাদেশের টেক্সটাইল খাতকে একধাপ এগিয়ে নিতে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত করেছে ৬ টি পাবলিক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। GPA এর ব্যাড়াজালে আটকে পড়ে যারা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রদান করে। মোট ৭২০ আসনের বিপরীতে ও প্রতি কলেজে ৪ টি বিভাগে একই সাথে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আবেদনের যোগ্যতা : Hsc ( পদার্থ+রসায়ন+ম্যাথ+ ইংরেজি)=১৫ বিভাগ গুলো হলো: 1. Wet Process Engineering (WPE). 2.Fabric Engineering (FE). 3.Apparel Engineering (AE). 4.Yarn Manufacturing Engineering (YME). ইঞ্জিনিয়ারিং কলেজ ও আসন সংখ্যা: 1.Pabna Textile Engineering College(PTEC)- 120 seat. 2.Chittagong Textile Engineering College(CTEC)-120 seat. 3.Textile Engineering College Noakhali(TECN)-120 seat 4.Shohid Abdur Rob Sherniyabat Textile Engineering College, barisal(SAR...

টেক্সটাইল জবের ভাইবা ও বিভিন্ন কোম্পানির টেক্সটাইল জবের প্রশ্ন নিয়ে সাজানো নিচের ব্লগগুলো

টেক্সটাইল জবের ভাইবা ও বিভিন্ন কোম্পানির টেক্সটাইল জবের প্রশ্ন নিয়ে সাজানো নিচের ব্লগগুলো। আমি মনে করতেছি এগুলা সবার একবার হলেও পড়ে রাখা ভালো। এগুলা জবের প্রশ্ন সম্পর্কে আপনাকে অভিজ্ঞতা দিবে। Textile LAB  Blog থেকে নেওয়া এই আর্টিকেলগুলো একেবারে ইউনিক ও উপকারী৷ রেখে দিন এগুলো।  ▪Written questions for MTO washing R&D | ওয়াসিং মেনেজমেন্ট ট্রেইনি অফিসার : https://textilelab.blogspot.com/2019/11/written-questions-for-mto-washing-r.html?m=1 ▪Ha-Meem গ্রুপের Merchandising MTO পদের প্রশ্নের স্যাম্পল: https://textilelab.blogspot.com/2019/11/ha-meem-merchandising-mto.html?m=1 ▪Interview questions for MTO of IE | IE এর MTO পদের ইন্টার্ভিউ: https://textilelab.blogspot.com/2019/12/interview-questions-for-mto-of.html?m=1 ▪LIDA Textile এর MTO পদের রিটেন প্রশ্নের স্যাম্পল | Textile Viba: https://textilelab.blogspot.com/2019/11/lida-textile-mto.html?m=1 ▪Liz Fashion এর MTO ইন্টার্ভিউতে আসা প্রশ্নের স্যাম্পল : https://textilelab.blogspot.com/2019/11/liz-fashion-mto.html?m=1 ▪LIDA Textile এর MTO পদের...

ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং :

Diploma in Textile Engineering and Jute Technology :🎓🎓🎓 অনেকের ইচ্ছা থাকে  SSC পাশ করার পর ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও জুট টেকনোলোজি তে পড়ার পোষ্টটি মুলত তাদের জন্য। সরকারীভাবে বস্ত্র অধিদপ্তর পরিচালিত ৭ টি টেক্সটাইল ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও জুট টেকনোলোজি পড়ানো হয়।  সরকারী ইনস্টিটিউট ও আসন সংখ্যা : ১.টেক্সটাইল ইনস্টিটিউট,টাঙ্গাইল। *টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং -১০০টি *জুট টেকনোলজি -১০০টি। ২.টেক্সটাইল ইনস্টিটিউট,দিনাজপুর। *টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং : ১ম সিফট-১০০টি। ২য় সিফট-১০০টি। মোট:২০০ ৩.টেক্সটাইল ইনস্টিটিউট,নাটোর। *টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং -১২০টি। ৪.টেক্সটাইল ইনস্টিটিউট,রংপুর। *টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং -১২০টি। ৫.টেক্সটাইল ইনস্টিটিউট,চট্টগ্রাম। *টেক্সটাইল  ইঞ্জিনিয়ারিং -১২০টি। ৬.টেক্সটাইল ইনস্টিটিউট,খুলনা। *টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং -১২০টি। ৭.শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউট,বরিশাল। *টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং -১২০টি                                     ...